মাধ্যমিক পাশে পিয়ন ও ক্লার্ক নিয়োগ

WB Peon Recruitment 2024 – যেসমস্ত যুবক যুবতীরা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলেন আজকের চাকরির খবরটি তাদের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্যের জেলায় কোর্টে চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের কোর্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে Clerk/DEO এবং Office Peon পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক সকল যুবক যুবতীরা এই (WB District Court Recruitment 2024) পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীরা কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? বয়সসীমা কত হতে হবে? সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে জানতে হলে নীচে দেওয়া প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মাধ্যমিক পাশে পিয়ন ও ক্লার্ক নিয়োগ

শূন্যপদ —

নংপদের নামপদসংখ্যা
1. Clerk/DEO1
2.Office Peon1

বয়সসীমা — সাধারণ শ্রেণির প্রার্থীরা যাদের বয়স ০১/০১/২০২৪ তারিখ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদন করতে পারবেন। অন্যান্য শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা — WB District Court Recruitment 2024 পদে আবেদন করতে বিভিন্ন যোগ্যতার প্রয়োজন। Office Peon পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে এবং Clerk /DEO পদে আবেদন করতে হলে আবেদনকারীকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। আর Clerk /DEO পদে আবেদন করার জন্য অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে এবং টাইপিং স্পীড 40 W.P.M. থাকতে হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নীচে নোটিশের লিংক দেওয়া আছে।

বেতন — Office Peon (WB District Court Recruitment 2024) পদে চাকরি প্রার্থীদের মাসিক বেতন ১৩,৭৫০ টাকা এবং Clerk /DEO পদে চাকরি প্রার্থীদের মাসিক বেতন ১৮,০০০ টাকা দেওয়া হবে।

এক্সাম সিলেবাস —

নংপোস্টের নামসিলেবাস
1.Clerk Cum Typist/DEOউচ্চমাধ্যমিক স্তরের ইংরেজি ও বাংলা, মাধ্যমিক স্তরের গণিত, রিজনিং, জিকে, সংবিধান, ইতিহাস এবং প্রাথমিক কম্পিউটার জ্ঞান।
2.Office Peonমাধ্যমিক স্তরের ইংরেজি ও বাংলা, ম্যাট্রিক পর্যন্ত গণিত, যুক্তি, জিকে, সংবিধান, ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রাথমিক জ্ঞান।

নিয়োগ পদ্ধতি — এখানে দুটি পদ্ধতিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। এই পদে আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই দুটি ধাপে উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি — ইচ্ছুক সকল প্রার্থীদের অফলাইনে আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। সেখান থেকে ডাউনলোড করে ফর্মটি প্রিন্ট আউট বের করে নিয়ে সঠিকভাবে ফিলাপ করে নিন। নোটিশে উল্লেখ করা সব তথ্য ড্রপবক্সের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। এছাড়া নিৰ্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইটের লিংক প্রতিবেদনটির শেষে দেওয়া হয়েছে।

আবেদন শুরু — এই পদে আবেদন করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

আবেদন শেষ — এই পদে আবেদন চলবে আগামী ২৯/০৯/২০২৪ পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক –https://cdn.s3waas.gov.in/s3a5bfc9e07964f8dddeb95fc584cd965d/uploads/2024/08/2024082737.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *