চলতি আইপিএলের শ্রেয়াস আইয়ারের মোক্ষম জবাব দেওয়ার সময় হয়তো এটাই ছিল। ২০২৫ এর শুরুটা বেশ জবরদস্ত করেছিলেন আইয়ার । চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্দান্ত পারফর্মের পর কেউ ভাবেনি তিনি কেকেআরের অধিনায়ক থেকে নিজেকে সরিয়ে নেবেন আর তার থেকেও বড় কথা তিনি কেকেআরই থাকবেন না। এ বছর মেগা অক্ শানে শ্রেয়স স্যার যোগ দেন পাঞ্জাব দলে।
সে দিক থেকে দেখতে গেলে প্রথম কয়েকটি ম্যাচে তার পারফরম্যান্স দুর্দান্ত অনেকেই ভেবেছিলেন যে প্রাক্তন টিম কেকেআরের বিরুদ্ধে এই প্রাক্তন অধিনায়ক আই আর হয়তো যোগ্য জবাব দেবেন।
দলবদলের সময় শ্রেয়স আইয়ার এর মন্তব্য ভারতীয় মেগা টুর্নামেন্ট আইপিএলে উত্তেজনার ঝড় তুলেছিল।
তিনি বলেছিলেন তিনি কেকেআরের নাকি যথাযথ সম্মান পাননি তাই পাঞ্জাব কিংস বনাম কেকেআরের এই ম্যাচটি ছিল কোথাও গিয়ে শ্রেয়স এর কাছে এক যোগ্য জবাব দেওয়ার ম্যাচ।
কিছু পরিসংখ্যান দেখলে সহজেই অনুমান করা যায় সেই আশায় আর ঠিক কতটা অসাধারণ ফরমেট হয়েছেন গত পাঁচ ম্যাচে তিনি 50 গড় রানে তিনি 250 রান করেছেন।
এই ম্যাচে তিনি বেশ কিছু রেকর্ড করতে পারেন আইপিএলের 300 টি চার এর থেকে তিনি ছিলেন মাত্র ১৩ টি চার পিছনে।
অন্য দিকে কেকেআর এর বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫০০ রানের জন্য তার প্রয়োজন ছিল মাত্র 44 রানের তা সম্ভব নয় এই ম্যাচ এ । তবে টি-টোয়েন্টিতে 100 ক্যাচ এর মাইলস্টন থেকে তিনি মাত্র চার ক্যাচ দূরে ।
কিন্তু হর্ষিত রানার দুর্দান্ত ক্যাচে তিনি শুন্য রানে প্যাভিলিয়নের ফেরেন সামনের দিকে ছুটে গিয়ে অনেকটা দৌড়ে রামান দ্বীপের ক্যাচ মনে করালো তিনি এখনও ফিল্ডার হিসেবে ঠিক কতটা কার্যকরী। চলতি ফর্মের রমানদীপ বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য আগে মুম্বাই ইন্ডিয়ান এই মেগা অকশনে তিনি কলকাতার দলে যোগ দেন।
এখন দেখা যাক পাঞ্জাব কিংস কেকেআর কে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে পারে কিনা।