তফাৎ শুধুমাত্র গোল ব্যবধানে আর তাতে এই খানিকটা ভাগ্যের জোরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছল দুটি দল একটি প্যারিস সঁ জমা আর আর অন্যটি হলো বার্সেলোনা যারা প্রায় দীর্ঘ ৬ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো।
বার্সেলোনা বরুশিয়া ডটমন্ডের কাছে 1-3 গোল এ পরাজিত হয় অন্যদিকে প্যারিসের দলটি অ্যাস্টন ভিলার কাছে ২-৩ গোলে পরাজিত হয়।
কিন্তু প্রথম পর্বে বার্সেলোনা 4-0 শূন্য গোলে এগিয়ে থাকার দরুন ও প্যারিস সঁ জমা 3-1 এগিয়ে থাকা সুবাদে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল।
বার্সেলোনা ও প্যারিস জমার সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বীকে হবে তা জানার জন্য আজকে আপনাকে চোখ রাখতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যেখানে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল মুখোমুখি হতে চলেছে প্রথম লীগের ম্যাচে আর্সেনাল ,মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল।
সুতরাং মাদ্রিজ যে ছেড়ে কথা বলবে না তা বলাই বাহুল্য। এখন বিষয় এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র জুড বেলিংহাম এর মত তরুণ তুর্কিরা কি পারবে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল এর মত মঞ্চে তুলতে।
অন্যদিকে ইন্টারমিলান ও বয়ার্ন মিউনিখ ও একই সময়ে মাঠে নামছে ইন্টার মিলন, মিউনিখ কে ২-১ গোলে প্রথম লেগের ম্যাচে পরাজিত করেছিল সেমিফাইনালে উঠতে গেলে বায়ান মিউনিখকে অন্তত তিনটি গোল করতে হবে তাই দেখা যাক কে কাকে টেক্কা দেয় চ্যাম্পিয়ন লীগের রণক্ষেত্রে তাকে টিকবে আর কে হারবে দুটি খেলায় সরাসরি সম্প্রচার হবে সোনি স্পোর্টস ও সোনি লিভ প্লাটফর্মে রাত্রি 12.30 নাগাদ।