ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে ২রা মে, শুক্রবার। পরীক্ষার শেষের ৬৮ দিনের মাথায় এবার অর্থাৎ ২০২৪ -২৫ সালের মাধ্যমিক প্রকাশ হবে।
প্রত্যেক বছরের মতোই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাধ্যমিকের ফল প্রকাশ করবেন সকাল নটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন। এবারের মধ্যশিক্ষা পর্ষদের কমিটির সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়।
ফল ঘোষণা ও মেধা তালিকা প্রকাশের পর নটা ৪৫ নাগাদ থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে পরীক্ষার্থীরা তাদের নিজেদের রেজাল্ট জানতে পারবে।
এছাড়াও ওই দিনই সকাল দশটার পর ক্যাম্প অফিস থেকে পর্ষদ স্কুলগুলিকে মার্কশিট বিলি করবে। অনলাইনে ফল দেখা যাবে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট www.result.wbbsedata.com এ।
পর্ষদের ওয়েবসাইট ছাড়াও আর যে সমস্ত ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষার ফল দেখতে পাবে সেগুলি হলো:
- http://www.result.wbbsedata.com/
- https://iresults.net/
- www.timesofindia.indiatimes.com/education
- https://www.indiaresults.com/
- https://www.results.shiksha/
- fastresult.in
- www.indiatoday.in/education-today
- www.schools9.com
- www.ndtv.com
- wb10.abplive.com
- www.indianexpress.com
- www.tv9bangla.com
- www.sangbadpratidin.in
- www.jagranjosh.com
- http://www.bangla.hindustantimes.com/
এছাড়াও চারটি মোবাইল অ্যাপের মাধ্যমে এবারের মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। সেগুলি হল:
এবছরের মাধ্যমিকের নথিভুক্ত পরীক্ষার সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন।
অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন ঘোষণা করল যে তাদের চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ও ফাজিলের পরীক্ষার ফল বের হবে ৩ রা মে শনিবার।
সকাল সাড়ে দশটায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ ও মেধা তালিকা ঘোষণা করার পর দুপুর 12 টি থেকে মাদ্রাসা ওয়েবসাইটের ফল দেখা যাবে।
মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দীন ফল প্রকাশ করবেন এবং সেই দিনই বিভিন্ন আঞ্চলিক বিতরণ কেন্দ্র থেকে মাদ্রাসার প্রধান শিক্ষকরা পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এর ওয়েবসাইটটি হলো www.wbbme.org।

