আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ দিল্লি ক্যাপিটালস ও সানরাইজ হায়দ্রাবাদ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছে 2025 সংস্করণের আইপিএলে। দুই দলের প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ কে সাত উইকেটে পরাজিত করে ওই ম্যাচে দিল্লি ক্যাপিটাল সেল হয় দুর্দান্ত বল করেন মিচেল স্টার্ক। ৩.৪ ওভার হাত ঘুরিয়ে 35 রানের বিনিময়ে ৫ উইকেট সংগ্রহ করেন। সেই ম্যাচে কুলদীপ চার ওভারে ২২ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। সানরাইজ হায়দ্রাবাদের একমাত্র ব্যাটসম্যান অনিকেত ভার্মা ৪১ বলে ৭৪ হেনরি ক্লাসনের ১৯ বলে ৩২ রানের জন্য
১৬৩ রান করতে সক্ষম হয়। অন্যদিকে মাত্র তিনটি উইকেট খুইয়ে ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার এর অভিষেক পোড়েল এর কাঁধে ভর করে সহজেই রান তুলে ফেলে ও ৭ উইকেটে জয়ী হয়।
তাই আজকের এই ৫৫ তম ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ এর কাছে এক গুরুত্বপূর্ণ ম্যাচ। আইপিএলের টেবিলের দিকে একবার চোখ বুঝলেই বোঝা যায় সানরাইজার্স হায়দ্রাবাদ দশ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করেছেন অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচ জিতে তাদের এক থেকে চার এর মধ্যে থাকাটা পাকা করতে চায়।
এই ম্যাচটি না জিততে পারলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের মত আইপিএল থেকে বিদায় নেবে। তাই হেড, অভিষেক শর্মা, প্যাট cummings কাছে এই ম্যাচটি হতে চলেছে টিকে থাকার লড়াই। ঈশান কিষান প্রথমের দিকের ম্যাচগুলোতে একটি মাত্র সেঞ্চুরি পেলেও পুরো আইপিএলে তিনি নিষ্প্রভ থেকে গিয়েছেন।
সানরাইজার্স হায়দ্রাবাদ এর কাছে ব্যাটিং অর্ডার সবচেয়ে শক্তিশালী, হেড এবং অভিষেক শর্মার যুগলবন্দী যে কোন টিমের ঘুম উড়িয়ে নেয়ার পক্ষে যথেষ্ট। প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাদের হাতে ভর করেই সানরাইজার্স ম্যাচ জিতেছিল । তবে সাত ম্যাচে হার এর প্রত্যেকটা কে শুধু ওপেনিং ব্যাটসম্যানের উপর দায় চাপালে হয় না। মিডল অর্ডার এর ব্যাটসম্যানদের যদি যোগ্য সঙ্গত না পাওয়া যায়। তবে ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে আর ঠিক এটাই হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেলের নেতৃত্বে আইপিএল এর পয়েন্ট তালিকায় ৫ নম্বর স্থানে অবস্থান করছে। দশটি ম্যাচ খেলে দিল্লির পয়েন্ট সংগ্রহ 12 এর মধ্যে ৬ ম্যাচ টা জিতেছে ও ৪ টি তে হেরেছে । তাই তাদের কাছেও এই ম্যাচটি প্রথম চারে উঠে আসার লড়াই।
বাংলার ছেলে অভিষেক পোড়েল দিল্লি ক্যাপিটালস এর হয়ে ওপেন করতে নেমে বেশ ভালোই ঝড় তুলছে তার ব্যাটিং এর মাধ্যমে। তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা এটা তো তার শুধু একা র জয় নয় জয় গোটা পশ্চিমবঙ্গবাসীর ।
অন্যদিকে কাল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলসের হাড্ডাহাড্ডি খেলায় কলকাতা মাত্র এক রানে জয় লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা কুড়ি ওভারে মোট ২০৬ রান সংগ্রহ করে চার উইকেটের বিনিময়ে।
ক্যাপ্টেন রাহনের ৩০ ও রঘুবংশীর ৩১ বলে ৪৪ রান এবং রিঙ্কু সিং এর ৬ বলে ১৯ সংগ্রহ করে।
তবে এই বিশাল রান খাড়া করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা নেন আন্দ্রে রাসেল। তিনি মাত্র ২৫ বলে ৬টি ৬ ও চারটি ৪ মেরে মোট ৫৭ রান সংগ্রহ করে। এই জয়টি কলকাতা নাইট রাইডার্স এর কাছে শেষ আশা ছিল। এবং তা পূরণ করতে ও আইপিএল এর নকআউট এ পৌছতে তাদের বেশ সাহায্য করবে।
আইপিএলের পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্স বর্তমানে এগারো ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে অবস্থান করছে। এই ম্যাচটি না জিতলে তাদের নক আউট পর্বের ওঠা কার্যতা শেষ হয়ে যেত। তাই এই এক রানে ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ারদের আনন্দ করার সেলিব্রেশন ছিল দেখার মতো।
তবে যাই হোক আইপিএলের এই শেষ পর্যায়ে এসে প্রতিটা টিম যখন নক আউট পর্বে পৌঁছাতে ব্যস্ত তিনি খেলা উঠে জমে। প্রতিটি প্লেয়ার থেকে আইপিএল দেখা প্রতিটি দর্শকের কাছে এই কুড়ি ওভারের ম্যাচ হয়ে দাঁড়ায় সান্ধ্যকালীন এক এন্টারটেইনমেন্ট।
তাই আজ আরও একটি টানটান উত্তেজনাকর ম্যাচ দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
আর খবরের সমস্ত আপডেট পেতে, আইপিএলের গরম গরম নিউজ জানতে হলে সাথে রাখতে হবে খবরাখবর. ইন কে ।