রজত পাতিদার এর নেতৃত্বে রয়েল চ্যালেঞ্জার্সের জয়ের দৌড় অব্যাহত। মোট ১৪ টি ম্যাচের মধ্যে আটটি ইতিমধ্যে খেলে ফেলেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবং এই আটটির মধ্যে পাঁচটিতে জয় নিয়ে ১০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে আছে তারা।
এই টিমের যাবতীয় জয় যাকে ঘিরে রয়েছে তিনি আর কেউ নন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া যার ঝুলিতে সমস্ত আইসিসি ইভেন্টের ট্রফি বর্তমান। তবে এই কোটিপতি লীগের অধরা মাধুরী কোহলিকে বারবার ফিরিয়ে দিয়েছে। আজ দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে যাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর কাছে। সামনে রাজস্থান Royals।
বেঙ্গালুরুর ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। বিরাট কোহলি রান পেলেই দলের নিশ্চিত বলেই ধরে নেওয়া হয়। এবারেও তিনি ফরমের তুঙ্গে রয়েছেন। আগের ম্যাচের পাঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলার পর কোহলির সেলিব্রেশন বেঙ্গালুরুর সমর্থকদের প্রত্যাশা অনেক বাড়িয়ে তুলেছে। তবে বিরাট কোহলি ছাড়াও প্রাক্তন নাইট রাইডার্স টিমের অন্যতম স্তম্ভ, ফিল সল্ট কয়েকটি ম্যাচে খেললেও ধারাবাহিকতা দেখাতে অক্ষম হয়েছেন । তবে, সল্টের ব্যাটে যদি না আসে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর যে অনেক এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য।
এছাড়াও ক্যাপ্টেন রজত পাতিদার,জিতেশ শর্মা ও টিম ডেভিড টিমের ব্যাটিং অর্ডারে বেশ গভীরতা এনেছে। এছাড়াও ইম্প্যাক্ট সাব হিসেবে নামা দেবদুত পাদিক্কাল এর দুর্দান্ত ইনিংস রয়েল চ্যালেঞ্জারাস টিমের জয়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা নিয়েছিল।
এছাড়া পেস বোলিংয়ের ক্ষেত্রে বেঙ্গালুরু বোলিং ইউনিট বেশ শক্তপোক্ত ভুবনেশ্বর কুমার, জস হাজেলহুড ও জশ দয়াল দিয়ে সাজানো ও স্পিন বিভাগে কুনাল পান্ডিয়া ও সুয়েস শর্মা যে কোন মুহূর্তে উইকেট তুলে ম্যাচে রাজ ঘুরিয়ে দিতে সক্ষম।
অন্যদিকে পরপর চারটি ম্যাচ হেরে রাজস্থান রয়ালস লীগের সপ্তম নম্বরে অবস্থান করছে । ও সমর্থকদের কথায় ক্যাপ্টেন sanju samsan নিজের ফর্মের ধারে কাছে নেই ও তার নেওয়া কিছু ভুলভাল সিদ্ধান্ত কারণে দলের এই অবস্থা বলে মনে পড়ছে।
অন্যদিকে ক্যাপ্টেনের সাথে কোচের অর্থাৎ রাহুল দ্রাবিড়ের যে বনিবনা খুব একটি ভালো হচ্ছে না তা কানাঘুষো ও শোনা যাচ্ছে। গত ম্যাচে চোটের কারণে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু খেলতে পারেননি। আজকের ম্যাচেও তিনি অনিশ্চিত।
তবে আসার কথা এই যে যশস্বী জয়সওয়াল ব্যাট বেশ মজবুত দেখিয়েছে, এছাড়াও আইপিএলের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে উঠে আসা বৈভব সূর্যবংশী প্রথম ম্যাচেই তার উপস্থিতি সবার মন জয় করেছেন। মাত্র কুড়ি বলে ৩৪ রান করা এই ১৪ বছরের বালকের কাছে আইপিএল এক বিরাট মঞ্চ। গত ম্যাচে আউট হওয়ার পরে তার চোখের জল মুছে দেয় যে সেই খেলাটির প্রতি কতটা শ্রদ্ধা রাখে ।
এখন ১৪ বছর বালকের সাথে বিরাট কোহলির দ্বৈরথ কেমন যায় সেটাই দেখান। কারণ খেলার মাঠে বিরাট কোহলির আগ্রাসন এর হাত থেকে কেউ রেহাই পায় না তা অস্ট্রেলিয়া দলের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান কনস্টাস বেশ ভালোমতোই টের পেয়েছিলেন।
রাহুল দ্রাবিড় ড় তার দলকে সতর্ক করে বলেছেন এই ম্যাচ থেকে যদি জয় না পাওয়া যায় তাহলে প্লে অফ এ খেলা স্বপ্নই থেকে যাবে,তাই হারলে চলবে না । রাজস্থানের বোলিং ইউনিটও খুব একটা খারাপ নয় পেস আক্রমণে আর্চার, স্পিন বোলিং এ হাসারঙ্গা একটু ধারাবাহিকতা দেখালেই ।
এই রাজস্থান টিম অন্যরকম দেখাবে এছাড়া মিডিল অডারে নীতিশ রানা, রিয়ান পরাগ ধ্রুব জুরেল ও, সিমরান হেটমায়ের এর মত নির্ভরযোগ্য বেটার একটু দায়িত্ব নিয়ে খেললেই খেলাটি উপভোগ্য হবে বলেই ধরা যায়।
এখন দেখা যায় কোন টিম জয় হাসিল করে। দেখতে হলে চোখ রাখতে হবে জিও হটস্টার ও স্টার স্পোর্টস চ্যানেলে। খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়।

