ssc protest

রাত্রি ৮ টা,স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে জানানো হলো যে তৃতীয় কাউন্সেলিং অব্দি যারা চাকরি পেয়েছিলেন তারা ৩১শে ডিসেম্বর অব্দি চাকরি করবেন আর তারপরে যারা কাউন্সিলিং দ্বারা অর্থাৎ চতুর্থ কাউন্সিলিং থেকে অষ্টম তম কাউন্সিলিং তে অব্দি বা চাকরি পেয়েছেন তারা অযোগ্য এবং তারা আর কোন রকম ভাবেই চাকরিতে যোগ দিতে পারবেন না।

এইভাবে চাকরি চলে যাওয়ায় যোগ্য শিক্ষকদের মধ্যে একটা তুমুল উত্তেজনা দেখা দিয়েছে তারা এটাও জানিয়েছেন যে তারা কোন রকম ভাবেই সরকারের এই স্বেচ্ছাচারিতা মেনে নেবেন না । তাদের আজ যোগ্য অযোগ্যের তালিকা দিতেই হবে এবং যাদের চাকরি সঠিক তাদেরকে সবাইকেই কাজে ফেরা তে হবে।

সকাল থেকেই এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার আর দফায় দফায় বিক্ষোভ চলছে যোগ্য শিক্ষকদের আজ সন্ধ্যে ছটার মধ্যে যোগ্য অযোগ্য যে তালিকা প্রকাশের কথা ছিল তা এখনো প্রকাশিত হয়নি সকাল থেকে ধরনায় বসা শিক্ষকরা এর শেষ পর্যন্ত দেখে যেতে চান বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন।

রাজ্য সরকার সেখানে নিরাপত্তার খাতিরে পুলিশের ফোর্স আরো বাড়িয়েছে এমতাবস্থায় এখন দেখার ঘটনা ঠিক কোন দিকে মোড় নেয়।

দফাই দফায় স্লোগান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, SSC চেয়ারম্যান পদত্যাগ চাই বলে দাবি করছেন । এছাড়াও শিক্ষাব্যবস্থায় যাতে যোগ্য শিক্ষকরা তাদের শিক্ষকের আসনে যথাযথ সম্মানের সাথে ফিরে যেতে পারেন তাই নিয়ে আন্দোলন চলছে ।

প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা চাকরিপ্রাপক ছিলেন অর্থাৎ শিক্ষকরা ও স্কুলের গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীরা সকলেই চাকরি হারান।

অর্থাৎ পুরো প্যানেলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। যারা অযোগ্য তাদের সমস্ত টাকা ফেরত দেওয়ার কথা বলা হয় ১২ শতাংশ সুদ সমেত ।

তারপরেই যারা যোগ্য প্রার্থী তারা দাবী তোলেন তাদের ওএমআর শিটের মিরর ইমেজ যত তাড়াতাড়ি সম্ভব সামনে আনতে হবে।

পরবর্তীতে সুপ্রিম কোর্টের আরেকটি নির্দেশ নামায় যারা যোগ্য শিক্ষক তাদেরকে ৩১শে ডিসেম্বর অব্দি স্কুলে যেতে অনুমোদন দেয়।

এবং এও জানায় যে ৩১ শে ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারকে পুনরায় চাকরির পরীক্ষা থেকে শুরু করে সমস্ত প্রসেস পূরণ করতে হবে ও যারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে ৩১শে ডিসেম্বরের মধ্যেই চাকরিতে জয়েনিং লেটার দেওয়া হবে। এটা যেন সুনিশ্চিত করে পশ্চিমবঙ্গ সরকার।

তবে এ নিয়ে আরেকটি নির্দেশে সামনে আসে যে স্কুল শিক্ষা কর্মী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেখানে কারা যোগ্য কারা অযোগ্য নির্ধারণ করা সম্ভব নয় ,তাই সমস্ত গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি রত কর্মীরা আর স্কুলে যোগদান করতে পারবেন না।

এই নিয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়ায় । তারাও আজ এ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে শামিল হয়েছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয় তাদের কাছে থাকাযোগ্য অযোগ্য সমস্ত লিস্ট তারা আজ সন্ধ্যের বেলায় মধ্যে প্রকাশ করবেন যাতে সেটা হয় সেই জন্যই সকাল থেকে এসএসসি দুর্নীতি হটাও মঞ্চ থেকে শুরু করে সমস্ত যোগ্য শিক্ষকরা সরকারের ওপর জোর দিতে ভবনের সামনে হাজির হন আর সকাল থেকেই তারা সেখানে অবস্থান বিক্ষোভ করেছেন এবং অপেক্ষা করেছেন এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করে।

বিক্ষোভরত শিক্ষকরা জানিয়েছেন যোগ্য অযোগ্যের লিস্ট না নিয়ে তারা কাজ করবেন না ইতিমধ্যে কিছু শিক্ষক স্কুলে যোগদান করলেও বেশিরভাগ শিক্ষক তাদের স্কুলে পুনরায় কাজে যোগদান করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *