বিজেপি নেতা চিরকুমার দিলীপ ঘোষ এর জীবনে ফুটলো বিয়ের ফুল শুক্রবার সন্ধেতে চার হাত এক হবে দিলীপ কুমার ও পাত্রী রিঙ্কু মজুমদারের।

বিজেপি করার সূত্রেই পরিচয় দুজনের এবং শেষে ঘনিষ্ঠতা কথায় আছে যখন দুঃসময় চলে তখন সঠিক মানুষরাই পাশে এসে দাঁড়ায় দিলীপের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি লোকসভা ভোটে হেরে যাওয়ায় বিষন্ন মনকে সাহস যুগিয়েছেন এই রিংকু মজুমদার।

তাই প্রস্তাবটা আসে নাকি রিঙ্কু মজুমদারের কাছ থেকেই তিনি জানান এই কঠিন মুহূর্তে দিলীপের সঙ্গে থাকতে চান বলে জানান । অন্যদিকে দিলিপ ও খানিকটি নিমরাজি হন মায়ের পীড়াপীড়তে।

আর পাকা কথা হয়, আইপিএলে কেকেআর এর ম্যাচের দিন 3 রা এপ্রিল ক্লাব হাউসের ১১ নম্বর ঘরে একদিকে যেমন ক্রিকেট খেলা দেখায় মত্ত ছিল জনতা। অন্যদিকে সেদিনই পাকা কথা সেরে ফেলেন এই যুগল ।

ঐদিন ক্লাব হাউসে তার হবু স্ত্রী ও হবু শ্বশুর বাড়ির লোকেরা উপস্থিত ছিলেন পাত্রে রিংকি মজুমদার এক সন্তানের অধিকারী তা সন্তান বর্তমানে কলকাতায় একটি আইটি কোম্পানিতে কর্মরত তিনিও নাকি ওই সময় উপস্থিত ছিলেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে দ্বারা তাকে যোগাযোগ করা হলে তিনি বলেন “কেন আমি কি বিয়ে করতে পারি না” “বিয়ে করা কি অপরাধ নাকি” সরাসরি না বললেও ধারে ভারে বুঝিয়ে দেন তার জীবনে বিয়ের ফুল ফুটতে চলেছে প্রসঙ্গত দিলীপের মা তার সঙ্গেই থাকেন। এবং পরবর্তীকালেও তাই থাকবেন।

সামনে বিধানসভা ভোট তাই তার উপর অনেক কর্তব্য রয়েছে তাই খোলা মনে বেশ ভালো ভাবে দলের হয়ে কাজও করতে পারবেন। তবে সূত্র জানা যায় তিনি যেহেতু আরএসএস সঙ্গে সঙ্গে যুক্ত তাই তার এই বিয়ে করার দিকে অনেকেই মেনে নিতে পারেনি এমনকি দুজন তার বাড়িতে চলে গিয়েছিলেন।

তবে দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষই। রাজনীতির জীবন থেকে সদ্য শুরু করতে চলা তার বৈবাহিক জীবন সব জায়গায় চালিয়ে খেলতে পছন্দ করেন তিনি তাই এক্ষেত্রেও জীবনের দ্বিতীয় ইনিংস টা শুরু করলেন বেশ মারকাটারি স্বভাবেই।

শুক্রবার অর্থাৎ গুড ফ্রাইডের দিন ১৮ই এপ্রিল অত্যন্ত এই ঘরোয়া অনুষ্ঠানে দুজনের চার হাত এক হবে। তার হবু স্ত্রী বিবাহ বিচ্ছিন্না রিংকুদেবী খুব ভালোভাবেই সংসার করতে চান তা বলার অপেক্ষায় রাখেনা।

দিলীপ ঘোষ গত বছর ৬০ অতিক্রম করে ৬১ পা দিয়েছেন তাই তিনিও আর বেশি দেরি করতে চান না যদিও দিলীপ ঘোষ খুব বেশি আড়ম্বরে বিশ্বাসী নন ও কাউকে বিষয়টি খুব ঘটা করে না জানাননি তাই তার বিয়ের আসরে কিংবা পরবর্তীতে কোন জমকালো অনুষ্ঠান তার তরফ থেকে দেখা যাবে কিনা এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *