উচ্চ মাধ্যমিক এর ফল প্রকাশ

আজ রাজ্যের দ্বিতীয় বড় পরীক্ষার অর্থাৎ উচ্চমাধ্যমিকের ফলাফলের দিন ঘোষণা করলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আগামী ৭ ই মে আনুষ্ঠানিকভাবে সকাল সাড়ে বারোটা নাগাদ হল ঘোষণা হবে ও সেদিনই দুপুর দুটো নাগাদ থেকে ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। পরীক্ষার্থীরা শুধুমাত্র পাশ ফেল নয় প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা করে নম্বর দেওয়া থাকবে সেখানে।

কদিন আগেই পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন ঘোষণা করেছিল সেটা ছিল ২ রা মে । আর তার ঠিক পাঁচ দিনের মাথায় জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।

তবে ৭ই মে রেজাল্টের দিন হাতে কোনরকম রেজাল্ট পাবেন না ছাত্র-ছাত্রীরা তারা রেজাল্ট পাবেন তার পরের দিন অর্থাৎ ৮ই মে।

এইবারের উচ্চমাধ্যমিক একটি মাইলস্টোনের জন্ম দিল। কারন নতুন শিক্ষানীতি অনুযায়ী ২০২৪ -২৫ এর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চিরাচরিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ বছর। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক এইভাবে অনুষ্ঠিত হবে না। অনুষ্ঠিত হবে সেমিস্টার পদ্ধতিতে এবং ক্লাস ইলেভেন থেকেই অর্থাৎ পরের বছর প্রথমবার নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সেমিস্টারের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে।

তাই একথা বলাই যায় যে এই বছরের উচ্চমাধ্যমিক প্রতিটি ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও বাড়ির পরিবার পরিজনের কাছে সবার কাছেই গুরুত্বপূর্ণ।

যে সমস্ত ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফল দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা সেগুলি হল:

মোবাইলের অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখা যাবে সেই অ্যাপগুলি হল:

  • iResults app
  • result.shiksha
  • Edutips App

khoborakhobor.in এর পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দের জানাই ভালো ফল করার জন্য আগাম অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *